দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার খোকসায় মহেন্দ্র পরিবহন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৬ জন। গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়া জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোকসা হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২২ মে) সকাল সাড়ে ৭ টায় কুষ্টিয়া - রাজবাড়ী মহাসড়কের খোকসা ফুলতলা নামক স্থানে ফুলবাড়ি থেকে আসা মোটরসাইকেল হাইওয়েওতে ওঠার সময় খোকসা থেকে ছেড়ে আসা মাহেন্দ্র গাড়ীর সাথে ধাক্কা লেগে মাহেন্দ্রা গাড়ী উল্টে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আহতরা হলেন মোঃ জুয়েল(১৮) পিতা মজিবার, মোঃ ফরিদ (৪২) পিতা: তারাচাদ। তাদের একজনের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে অন্যজনের ঝিনাইদহ। মোটরসাইকেল আরোহী মোঃ মেলিম মৃধা(৪০) পিতা মোঃ বারেক মৃধা, তাসলিম, (৩৫) স্বামী সেলিম রেজা উভয়সাং পৃর্বগোপালপুর থানা খোকসা কুষ্টিয়া সকলেই খোকসা হাসপাকালে ভর্তি করা হলে গুরুতর আহত জুয়েল, ফরিদ ও বদিউজ্জামান কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মাহেন্দ্র চালক পালাতক।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি