December 23, 2024, 4:02 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক :
কুষ্টিয়া কুমারখালীতে দুই সন্তানের এক জননীকে (৩০) ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। নজরুল ইসলাম (৪৫) নামের তিন সন্তানের এক জনক তাকে ধর্ষনের চেষ্টা করেন। বৃহস্পতিবার (২০ মে ) বিকাল ৫ টায় উপজেলার বাগুলাট ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
দুই সন্তানের জননী জানায়, ঘটনার সময় তিনি মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন।
এসময় একই গ্রামের আবজেল আলীর ছেলে নজরুল ইসলাম দৌড়ে পিছন থেকে জড়িয়ে ধরে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এসময় তিনি চিৎকার দিলে জননীর স্বামী মোঃ রুবেল হোসেন ও আশেপাশের লোকজন চিৎকার শুনে আসলে, ধর্ষক নজরুল ইসলাম পালিয়ে যায়। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবা বিশ্বাস চেষ্টা করছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, দুই সন্তানের জননীকে ধর্ষণের থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২৭। আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে
Leave a Reply