দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ঝিনাইদহে ২০ মে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে এককালীন ঝিনাইদহ জেলার ১২ টি দারুল আরকাম এবতেদায়ী মাদরাসার ২৪ জন শিক্ষকের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ খিনাইদহ জেলার সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা আবুবকর ছিদ্দীক।
অনুদান হিসেবে প্রত্যেককে ২৫,০০০/- টাকা করে সর্বমোট ৬,০০,০০০/- টাকা ব্যাংকে তাদের স্ব স্ব হিসাবে করার জমা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক আব্দুল হামিদ খান।
প্রধান অতিথি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী করোনাকালে দেশের সীমিত সম্পদ থেকে প্রতিটি সেক্টরের বিভিন্ন শ্রেণি ও পেশায় জড়িত ব্যক্তিদেরকে আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। এই অনুদান থেকে এবার কেউ বাদ যাচ্ছে না।
মাননীয় প্রধাণমন্ত্রীর দূরদৃষ্টির কারণে বিশাল জনপদের মানুষের মধ্যে এই কাজ করা সম্ভব হচ্ছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি