দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ লিটার বাংলা মদ।
আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মাসুদ হায়দার জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার সড়েকের অপর অবস্থান নেয় র্যাব। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ লিটার বাংলা মদ। গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজ পাড়ার রাইহান আলী সাপুড়ের ছেলে খাইরুল ইসলাম (৩০) ও একই এলাকার মসজিদপাড়ার মৃত বানাত আলীর ছেলে শহীদ আলী (৫০)।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বাংলা মদসহ গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারার একটি মামলাও দায়ের করে র্যাব।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি