December 23, 2024, 6:06 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের গেদে বর্ডার দিয়ে বুধবার রাতে ফিরলেন ১৩৩ বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
বুধবার (১৯ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে দেশে আসেন তারা।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক ও করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক মনিরা পারভিন জানান রবিবার থেকে তিন দিনে এ পর্যন্ত ২১৬ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রবেশ করেছেন ভারত থেকে। ছাড়পত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে আটকেপড়া বাংলাদেশি নাগরিকরা পর্যায়ক্রমে দেশে ফিরে আসবেন।
তিনি জানান এখন কোলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে ৪০৩ জনের ছাড়পত্র প্রদান করা হয়েছে।
দর্শনা চেকপোস্টে হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা কাজে নিয়োজিত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান বুধবার দেশে আসা ১৩৩ জনের মধ্যে ২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। আক্রান্ত দুই জনই পুরুষ। তাদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে ও চট্টগ্রাম জেলার চানন্দইশ এলাকার।
এ নিয়ে এ চেকপোস্ট দিয়ে আসা ২১৬ জনের মধ্যে ৫ জনের করোনা সনাক্ত হলো। আক্রান্ত সবাইকেই চুয়াডাঙ্গা সদও হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে।
বাকি সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও যুব উন্নয়ন ভবনের হোস্টেলে।
Leave a Reply