দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গা পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে গুলি বর্ষণের মামলার প্রধান আসামী শাকের আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে তার চাচাতো ভাই মামুনকেও।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, গত ২৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে সাচ্চু নামে এক ট্রাকচালকে জখম করে বাকের ও তার ভাই সাকেরসহ কয়েকজন। ঘটনার পরই অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে একজন বাকেরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে একটি অস্ত্রও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যাচষ্টো মামলা দায়ের করে গুলিতে আহত সাচ্চুর পরিবার। মামলার পর থেকে পলাতক ছিলেন অন্যতম আসামী সাকের আলী।
আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জাফরপুর এলাকায় অভিযান চালিয়ে সাকেরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশী ৭.৬৫ ক্যালিবার একটি পিস্তল, ম্যাগজিনভর্তি চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে সাকেরের সহযোগী তার চাচাতো ভাই মামুনকেও গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কনক কুমার দাস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে সাচ্চু রহমান নামে এক ট্রাক চালককে গুলি আহত করে নুরনগর কলোনীপাড়ার সুসাহেবের দুই ছেলে শাকের (৩৫) ও বাকেরসহ কয়েকজন। ঘটনার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত বাকের আলীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ রাউন্ডগুলি ও একটি মাগজিন। পরে থানায় বাদি হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে আহত ট্রাক চালক সাচ্চুর পরিবার।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি