December 21, 2024, 8:20 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক /
বৃহস্পতিবার (২০.৫.২১) আনুমানিক ভোর ৬ টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের মিনাপাড়া কালভাটের ওপর ট্রাক ও পিকাপ মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে দুই গাড়ীর ড্রাইভার ও হেলপার সহ মোট চারজন আহত হয় ৷ সংঘর্ষের পর স্থানীয় ও পথচারীরা পুলিশ কে ফোন করলে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মকতা সহ দ্রুত ঘটনা স্থলে এসে দুই গাড়ির ৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন ৷ এদের মধ্যে চাউলের গাড়ীর ড্রাইভার আলম হোসেন ও আমের গাড়ির ড্রাইভার জাকিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিঃ স্টেশন মাস্টার খুরশেদ আনোয়ার ৷
পরে একে একে ঘটনা স্থলে আসেন ও পরিদর্শন করেন জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান, হাইওয়ে পুলিশ ফাড়ির সাবঃ ইন্সপেক্টর সাকির সহ সঙ্গীয় ফোর্স ৷
এই সংঘর্ষের কারণে কুষ্টিয়া বাইপাস সড়কে প্রায় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে৷ পরে হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্ধার গাড়ী এসে গাড়ীগুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক হয়৷ তবে হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্ধার গাড়ীর যান্ত্রিক সমস্যার কারণে উদ্ধার কাজে অতিরিক্ত সময় লাগে।
দুই গাড়ীর চালক ও হেলপারের পরিচয় পাওয়া গেছে ৷ আমের পিকাপের চালক জাকির ও বাবু তাদের বাড়ি ময়মনসিংহ এবং চাউলের গাড়ীর চালক আলম তার বাসা চুয়াডাঙ্গা সদরে ৷
Leave a Reply