December 23, 2024, 8:18 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আম বোঝাই পিকআপের ধাক্কায় ইকবাল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার তালসারির ইকোপার্ক সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন একই উপজেলার চন্দ্রবাস গ্রামের শেখপাড়ার শহিদুল হকের ছেলে। তিনি দর্শনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলে তালসারি ইকোপার্ক সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন ইকবাল। এসময় বিপরিত দিক থেকে আসা আম বোঝাই একটি পিকআপের (ঝিনাইদহ ন ১১-০২০২) সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে আছড়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ইকবাল। পিকআপের ধাক্কায় দুমড়ে মুছড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনার পর পিকআপের চালক ও এর সহকারি পালিয়ে যায়।
নিহত ইকবালের বাবা শহিদুল হক জানান, আমার দুই ছেলের মধ্যে ইকবাল ছোট। আমি ছেলেকে খুব ভালবাসতাম। তাকে সব সময় পড়াশোনা করে বড় হতে বলতাম। আমার ইচ্ছা ছিল তাকে বড় অফিসার বানাবো। কিন্তু তা আর হয়ে উঠলো না।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পিকআপটি নিহত ইকবালের আপন চাচাতো ভাইয়ের। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply