December 23, 2024, 9:21 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুরে পূর্বশত্রুতার জেরে পল্লী চিকিৎসক বোরহান উদ্দিন (৪৬) কে গুরুতর আহত করল দুর্বৃত্তরা। আহত পল্লী চিকিৎসক বোরহান উদ্দিন এর বাড়ি ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামে। জানাগেছে, সোমবার সন্ধা ৭ টায় ওসমানপুর ইউনিয়নের রায়পুর বাজারে দীর্ঘ ত্রিশ বছরের পুরাতন পল্লী চিকিৎসক বোরহান উদ্দিন লিজ দোকান পরিচালনা করে আসছেন।
গত কয়েকদিন যাবৎ তার পার্শ্ববর্তী একটি ওষুধের দোকানদার রশিদুল (২৫) মেরাজুল (২৩) উভয় পিতা-মৃত রহিম শেখ, গ্রাম- রায়পুর, ওসমানপুর পূর্বশত্রুতার জেরে ও ব্যবসা পরিচালনায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালায় বোরহানের উপর।
এলাকাবাসী ও বাজারের দোকানদাররা আহত পল্লী চিকিৎসক কে উদ্ধার করে সোৃমবার রাতেই খোকসা হাসপাতালে ভর্তি করান। বর্তমানে হাসপাতালের পুরুষ ওয়াডের ১২ নং বেডে চিকিৎসাধীন আছেন।
বোরহান জানান, রাশেদুল ও মেরাজ শুধু আমাকে আঘাতে করেনি বরং আমার পকেটে থাকা নগদ ৪০ হাজার টাকাও তারা লুট করে নিয়ে যায়। গায়ে থাকা ছেড়া জামা দেখিয়ে বলেন ওদের সাথে আরো ৫/৬ জন সন্ত্রাসীরা পিছনে দাড়িয়ে ছিল। তারা আমার ঔষধের দোকানে ব্যাপক তছনছ করে। আমি গুরুতর অসুস্থ থাকায় থানায় অভিযোগ দিতে পারিনি। তবে আজই অভিযোগ দিব।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পল্লী চিকিৎসক বোরহান উদ্দিন আহত সংবাদ জানা নেই। তবে কেউ কোনো অভিযোগ দিলে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব
Leave a Reply