December 23, 2024, 5:15 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় জুতা পায়ে শহীদ মিনারে উঠে ক্রিকেট খেলার পুরস্কার বিতরণের অভিযোগ উঠেছে এক ইসলামী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। এটা করার পর ঐ ব্যাংক কর্মকর্তা নিজেই তার ফেসবুকে ছবি শেয়ার করে।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কড়া সমালোচনা শুরু হয়েছে জেলাজুড়ে।
¯’ানীয়রা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সোমবার বিকেলে কলোনীপাড়া প্রিমিয়ার লিগ (কেপিএল-২০২১) ক্রিকেট টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।স্থানীয় লাল সবুজ যুব সংঘের আয়োজনে এবং ইসলামি ব্যাংক উথলী এজেন্ট শাখার সৌজন্যে ওই ক্রিকেট টুর্নামেন্টের পরিচালিত হ”েছ। খেলা শেষে ব্যানার টাঙিয়ে শহীদ মিনার বেদীতে উঠে পুরষ্কার বিতরণ করতে উঠেন আয়োজকরা।পুরস্কার বিতরণ করেন জীবননগরের উথলী এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক রিজভী আহমেদ। এ সময় শহীদ মিনারে বেদীতে উপ¯ি’ত থাকা ব্যক্তিদের মধ্যে অধিকাংশের পায়ে জুতা পরিহিত ছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে এলাকায় বেশ তীব্র সমালোচনার শুরু হয়েছে।
বেগমপুর গ্রামের শিক্ষানুরাগী নজরুল ইসলাম মাস্টার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে জুতা পায়ে শহীদ মিনারে উঠে সকল ভাষা শহীদদেরকে অবমাননা করা হয়েছে। ভাষা শহীদদের অপমান করার স্পর্ধা তাদের কি করে হয়? দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে জানতে ইসলামী ব্যাংক উথলী এজেন্ট ব্যংকের ব্যব¯’াপক রিজভী আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান জানান, বিষয়টি তিনি সোমবার রাতে শুনেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহাকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।
তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বরে তিনি জানান।
Leave a Reply