দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শনিবার রাতে বজ্রপাতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ২ জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গায় বজ্রপাতে সমির উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামে। শনিবার সন্ধ্যায় জেলার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের মাঠে দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সমির উদ্দিন (৪৫) সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সময় গ্রামের মাঠে ফসল দেখতে যান। বজ্রপাতে মাঠেই মারা যান তিনি।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জররী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু জাহিদ মাসুম জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে হংকার গাইন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। হংকার গাইন রায়পুর গ্রামের নিয়াম উদ্দীনের ছেলে।
মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান ঝড়-বৃষ্টি চলাকালীন হংকার গাইন বাড়ির পাশের মাঠের বাগানে আম কুড়াতে যায়। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি