প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২১, ২:১২ পি.এম
খোকসায় স্কুল শিক্ষিকার আত্মহত্যা
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার খোকসা উপজেলার সিংঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমাইয়া আক্তার মোনালী(৩০) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।শনিবার (১৫মে) দুপুরের দিকে তার বাবার বাড়ীতে সবার অগচরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
মৃত স্কুল শিক্ষিকা উপজেলার বি- মির্জাপুর গ্রামের মোঃ শেখ শাহজাহান আলীর মেয়ে।
সংসারে তার স্বামী এক মেয়ে ও এক ছেলে আছে। স্বামী মোঃ আমিন রেজা সেনাবাহিনীতে চাকুরি করেন। বর্তমানে তার স্বামী ছুটিতে আছেন। ঘটনার দিন দুইজনই বি-মির্জাপুর ছিলো। মৃত স্কুল শিক্ষিকার স্বামী মোঃ আমীন রেজার বাড়ি একই উপজেলার সিংঘরিয়া গ্রামে।
ঘটনায় জানা যায়, মৃত স্কুল শিক্ষিকা সুমাইয়া আক্তার সোনালী আনেক আগে থেকেই মায়ের বাড়ীতে থাকতেন। ঘটনার দিন মৃত স্কুল শিক্ষিকা সুমাইয়া আক্তার তার বাবার বাড়ীতে সবার অগচরে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলতে থাকে। এসময় বাড়ির লোকজন দেখতে পেয়ে দ্রুত থোকসা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অপর দিকে পৃথক ঘটনায় খোকসা থানাধীন সন্তোষপুর গ্রামস্থ মোঃ জব্বার শেখের স্ত্রী মোছাঃ আমেনা খাতুন(৪৫) থোকসা কুষ্টিয়া।
শনিবার (১৫ মে) দুপুর ২ঃ৩০ সময় বাড়ীতে থাকা বিষ খেয়ে ছটফট করতে থাকলে বাড়ীর লোকজন খোকসা হ্রাসপাতালে নেন। হাসপাতাল কর্তৃপক্ষ ওয়াশ করে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি