December 23, 2024, 5:52 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধু সুপার মার্কেটে লাগা আগুন দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এতে রক্ষা পায় এই ভবনের বিভিন্ন দোকান পাট ও অফিস।
কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএস রোডে চারতলা ভবন বঙ্গবন্ধু সুপার মার্কেট। এখানে আওয়ামী লীগের জেলা কার্যালয়, দুটি ব্যাংক সহ নানা ধরনের দোকান পাট রয়েছে।
১৫ মে বেলা সাড়ে ১১টার দিকে মার্কেট ভবনের সামনের দেয়ালে লাগানো বৈদ্যুতিক বক্সে আগুন লাগে। আগুন দ্বোতলার প্রাইম ব্যাংক ও সামনের সাইন বোর্ডে ছড়িয়ে পড়ে।
আগুন দাউদাউ করে জ্বলে উঠতে দেখে পথ চলতি মানুষ ফায়ার সার্ভিসে খবর দেয়। কেউ কেউ ৯৯৯ এও কল করে। মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থিত কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি দল এসে জল নিক্ষেপ করে দ্রুততম সময়েই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বিদ্যুত বিভাগের লোকজন ওই বৈদ্যুতিক বক্স থেকে ঝুকিপূর্ণ কেবল বিচ্ছিন্ন করে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক রফিকুল ইসলাম বলেন, সাইন বোর্ডের বিদ্যুৎ লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তিনি বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
Leave a Reply