December 22, 2024, 7:51 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ব্রেইন স্ট্রোকে মারা গেলেন নিউজ ২৪ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি জামিল হাসান খান খোকন। বৃহস্পতিবার (১৩ মে) রাত ১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
জামিল হাসান খান খোকন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সম্পাদনা করতেন দৈনিক স্বর্ণযুগ নামে একটি দৈনিক।
জানা যায়, সাংবাদিক খোকন বুধবার (১২ মে) রাত ১০টায় ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৫টায় আশঙ্কাজনক অবস্থায় কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক খোকনের মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply