December 23, 2024, 5:22 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যত্রতত্র মাস্ক না পরা লোকজনদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ সংশোধন করে পুলিশকে বিশেষ ক্ষমতা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়ে বলেছেন মানুষ বাইরে যাচ্ছে কিন্তু শতভাগ মাস্ক পরার বিষয়টি হচ্ছে না। তিনি বলেন অবশ্যই শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে হবে। জেলা শহর, সিটি করপোরেশন, পৌরসভাসহ যেসব স্থানে জনসমাগম বেশি হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে- এই কানেকটিভিটির জায়গাগুলোতে আমাদের শতভাগ মাস্ক পরানোর চিন্তা-ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা করতে হবে। কর্মকাণ্ডও চালিয়ে নিতে হবে, আবার মাস্কও পরতে হবে। শতভাগ মাস্ক পরানো নিশ্চিত করা আমাদের লক্ষ্য।’
প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েকটি মোবাইল কোর্ট করে তো এটা সম্ভব নয়। প্রতিটা জায়গায় মানুষকে সতর্ক করতে হবে। আপনি মাস্ক পরেননি, আপনি মাস্ক পরেন, তারপর হাঁটেন- এই কথাটা বলার জন্য প্রতিটি জায়গায় আমাদের লোকজন থাকতে হবে।’
ফরহাদ হোসেন বলেন, ‘কিছু সংখ্যক লোক মাস্ক পরছে না, তারা ভুল করছে। তারাই আক্রান্ত হবে। কান্নাকাটি করবে।’
Leave a Reply