December 23, 2024, 12:52 am
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার মোড়াগাছা নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ আহত হয়েছে ৫ জন।
গুরুতর আহত ট্রাকচালক স্বপন রেজা (৪৫) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায় বুধবার ভোর রাত সাড়ে চারটার সময় রাজবাড়ীর দৌলোদিয়া ঘাট থেকে কুষ্টিয়া উদ্দেশ্যে ছেড়ে আসা অনিক পরিবহন বাস (ঢাকা মেট্রো ব – ১১-৬১৯৮) ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ট্রাকের (কুষ্টিয়া -ট-১১-১৮৭২) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাক চালক স্বপন রেজা (৪৫) গুরুতর আহত সহ অন্তত ৫ যাত্রী আহত হয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে খোকসা ফায়ার সার্ভিস গুরুতর আটকে পড়া আহত ট্রাক চালক স্বপন রেজা কে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে প্রেরন করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থল থেকে ট্রাক -বাস আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
Leave a Reply