January 3, 2025, 10:03 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
স্বপ্ন প্রয়াস যুব সংস্থা এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র সভাপতি সাদিক হাসান রহিদের নেতৃত্বে ১২ই মে বুধবার কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সহ-সভাপতি দেলোয়ার হোসেন,সহ-সভাপতি ফারছা নাহার নৌশি, মোঃরিফাত,সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক, তুষার ইমরান, প্রিতম মজুমদার, চমক,রাহুল,সাব্বির,রুমপা,সাইম,ওমর সিনিয়র সদস্য আকাশ, বিপাশা সহ সকল সদস্যরা।
Leave a Reply