October 30, 2024, 10:16 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন আব্দুল ওয়াদুদ বিশ্বাস। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার পোস্ট অফিসপাড়ার মৃত আব্দুল ওয়াজেদের ছেলে ও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী৷ মঙ্গলবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফাতেহ আকরাম জানান, গত ৫ মে ঠাণ্ডা, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে আব্দুল ওয়াদুদ (৬৮)চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নমুনা দেন।
পরে গত ৬ মে নমুনায় পরীক্ষায় তার শরীরে করোনা শনাকৃত হয়৷ ওইদিন রাত ৯টার দিকে তাকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। আজ মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷
তিনি আরও বলেন, মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করতে নিরূদেশ দেয়া হয়েছে৷ এদিকে সিভিল সার্জন কার্যালয় সূএে জানা গেছে, গত ২৪ ঘটায় জেলায় নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৮৮ জনে৷ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৭ জন৷ এ পর্যন্ত জেলায় করোনার মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮ ।
Leave a Reply