December 22, 2024, 11:19 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঈদ সামাজিক দূরত্ব বজায় রেখে কুষ্টিয়া আয়োজন করা হচ্ছে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা। মিরপুর উপজেলার তালবাড়িয়ায় ঈদের তৃতীয় ও চতুর্থ দিন খেলা অনুষ্ঠিত হবে। খেলার আয়োজন করছে, স্থানীয় শামুকিয়া সযমূখী তরুন সংঘ৷ তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের পাশে বিশাল ফাঁকা মাঠে এ আয়োজন করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে৷ খেলাটি গ্রুপ ও রাউন্ড ভিত্তিক পরিচালিত হবে।
গ্রুপের প্রথম স্থান অধিকারী ঘুড়িই পরবর্তী রাউন্ডে যাবে।
অংশগ্রহণকারীদের জন্য ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে বড় ছাগল, ছোট ছাগল ও দুটি রাজহাঁস। খেলার অন্যতম আয়োজক তালবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জেম বলেন, দর্শক খেলোয়াড় সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মানতে হবে সামাজিক দূরত্বও। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই খেলা হবে। ঈদ মানুষের মনে নির্মল আনন্দ দিতে এ আয়োজন করা হচ্ছে
Leave a Reply