দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খ্যাতনামা চারু ও কারুকার্য শিল্পী কাজল তালুকদার মারা গেছেন। সোমবার ভোর রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন কিডনী, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তিনি স্বনামধন্য অধ্যাপক ধীর আলী তালুকদারের ছেলে। কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষে কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি ও কুষ্টিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৯৩ ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স সহ এমএ পাশ করেন।
ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজে তাঁর পারদর্শিতা প্রকাশ পায়। সাহিত্য-সংস্কৃতি এবং একই সাথে চারু-কারুকলায় তাঁর কর্মদক্ষতা ব্যাপকভাবে প্রশংসিত হয়ে থাকে। বিয়েসাদীর সাজসজ্জায় ব্যবহৃত শাহবাগের কর্কসীট ডিজাইনের তিনিই ছিলেন প্রবক্তা। ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণকালে তিনি এই নকশার পদ্ধতি আবিষ্কার ও জনপ্রিয় করে তোলেন। বিশিষ্ট ফুল ও কারুশিল্পের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান শাহাবাগ মোড়ের পুলিশ বক্সের সাথে লাগোয়া ‘মালঞ্চ’ এর কর্ণধার ফরিদ মামার আড্ডাতে কাজলের প্রতি কৃতজ্ঞতা বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে, আর শিল্পীর মতে এটি এখন প্রায় পাঁচ হাজার যুবকের কর্মংস্থান।
কারুশিল্পী ছাড়াও কাজল তালুকদারের অন্য আরেকটা পরিচয় তিনি ছড়াকার, কবি ও লেখক। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁর দখল রয়েছে। ১৯৮৯ সালে তাঁর সম্পাদনায় লিটল ম্যাগাজিন ‘আমি’ প্রকাশিত হয়। তাঁর খো ছড়া, কবিতা, ছোটগল্প বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে পাঠকপ্রিয়তা লাভ করে।
কাজল তালুকদার সাংবাদিকতার সাথেও যুক্ত ছিরেন। কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক আন্দোলনের বাজার’ পত্রিকার তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সাংবাদিকদের একজন। দীর্ঘদিন তিনি ঐ পত্রিকার সাহিত্য পাতা সম্পাদনা করেছেন।
সবকিছুকে ছাপিয়ে পড়াশোনার শেষে নিজেকে ফ্যাশন জগতের তরুণ নকশাকারক ও উদ্যোক্তা হিসাবে সু-প্রতিষ্ঠিত করেন ১৯৯৫ সালে ‘লোকজ’ নামে ফ্যাশন হাউজ প্রতিষ্ঠার মাধ্যমে। লোকজের পোশাক লাভ করে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অর্ধশত ফ্যাশন অ্যাওয়ার্ড এবং তাও খুব স্বল্প সময়ে। কাজল তালুকদার সাপ্তাহিক-২০০০ কর্তৃক ‘নিপূন নবীন অ্যাওয়ার্ড-২০০৮’পান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। তার বড় ছেলে ক্লাস এইটের ছাত্র ও ছোট ছেলে ক্লাস ফাইভের।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি