প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২১, ৭:২৫ পি.এম
এতিম ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন কাতার চ্যারিটি
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুমারখালীতে হাজী কিয়ামত বিশ্বাস ও গেদিরন নেছা বালিকা এতিমখানার ২শ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান।
আজ সোমবার সকালে কুষ্টিয়ার কুমারখালী খয়েরচারা মাঠপাড়ায় হাজী কিয়ামত বিশ্বাস ও গেদিরন নেছা বালিকা এতিমখানা চত্বরে ৩শ জন দুস্থ্য পরিবারের মাঝে কাতার চ্যারিটি'র সহযোগিতায় ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন- দাতা সংস্থা কাতার চ্যারিটি'র কর্মকর্তাগণসহ সদকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, হাজী কিয়ামত আলী -গেদুরন নেছা এতিম বালিকা শিশু পরিবারের সদস্য জিললুর রহমান মধু ও আশরাাফুল আলম (হিরু) দীপু মালিক,এম এন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মজিবর রহমান হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক, বুলবুল টেক্সটাইলের পরিচালক আাব্দুর রফিক, কাউন্সিলর মিজানুর রহমান মিলন, কুমারখালী সরকারী কলেজের প্রভাষক বাবু প্রমূখ।
কাতার চ্যারিটি'র ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে এতিম শিক্ষার্থীদের পরিবার ও দুস্থ পরিবারের সদস্যদের চোখে মুখে খুশির ছাপ অনেকটাই ফুটে উঠতে দেখা যায়। করোনাকালীন এমন সময়ে এই উপহার সামগ্রী পেয়ে এসব এতিম শিশু ও দুস্থ পরিবারের মাঝে ঈদের আনন্দ অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন উপহার পাওয়া এতিম শিক্ষার্থীদের পরিবার ও দুস্থ পরিবারের সদস্যরা।
উপস্থিত এতিম শিক্ষার্থী পরিবারের প্রত্যেক সদস্যকে ১০ কেজি চাউল, ১ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, আলুসহ ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও হাজী কিয়ামত বিশ্বাস ও গেদিরন নেছা পরিবারের পক্ষে ১ লক্ষ টাকার প্রত্যেক পরিবারের জন্য ১ টি নতুন শাড়ি ঈদ উপলক্ষে উপহার দেওয়া হয়।
সহযোগী সংগঠন লোকাল এনজিও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস ও কাতার চ্যারিটি'র অর্থায়নে হাজী কিয়ামত বিশ্বাস ও গেদিরন নেছা বালিকা এতিমখানার এতিম শিক্ষার্থীর ভরণ-পোষণসহ সকল দায়-দায়িত্ব নিয়ে পরিচালিত হচ্ছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি