December 23, 2024, 1:29 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ইয়ুথ পাওয়ার কমিউনিটি কুষ্টিয়া এর উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের তরুণ ও কিশোর সংগঠকরা “হাসিমুখ” প্রকল্পের কর্মসূচি হিসেবে “ভালবাসার থলে” নামক এই ঈদ উপহার বিতরণ করে। ভালবাসার থলেতে চাউল,ডাউল,তেল,লবণ,চিনি, সেমাই,দুধ,সাবান সহ মোট ১০দিনে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
সংগঠনের সভাপতি শাহারিয়ার নাফিজ জানান আমাদের প্রধান উপদেষ্টা, সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়া এর চেয়ারম্যান বিশিষ্ট লেখক
গবেষক ড.আমানুর আমানের দিক নির্দেশনায় সংগঠনের পক্ষ থেকে পরিকল্পনা করে চলমান করোনা কালীন সময়ে অনেক মধ্যবিত্ত মানুষ কষ্টে আছে তারা হাত পাততে পারে না কারো কাছে তাই তাদেরকে নির্বাচন করে তাদের মাঝে বিতরণ করেছে।
তার নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া বেশ কয়েকটি এলাকায় সন্ধান করে তাদের “ভালবাসার থলে ” ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রিয় পরিষদের সভাপতি শাহারিয়ার নাফিজ, সহ সভাপতি নাবিলা এহসান,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আহাদ,কুষ্টিয়া জেলা শাখার সহ সভাপতি মারজান জামান রাহি,সাধারণ সম্পাদক ফয়সাল আরেফিন,জিতু,সন্দিপ,নাফিজ,জেসিন,সুরাইয়া, প্রিয়া,বৃষ্টিসহ সংগঠনটির অন্যান্য এসোসিয়েটরা
Leave a Reply