দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে সাদিয়া আক্তার নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) বেলা ১১ টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামে এদূর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার (৪) সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাইটঘাট গ্রামের মিলপাড়ার সবুজের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন আগে সাদিয়া আক্তার ঈদ করতে নানী বাড়ি পীরপুরে বেড়াতে আসে। সোমবার সকালে শিশুকন্যা সাদিয়া আক্তার তার নানীর সাথে দোকানে যায়। ফেরার পথ্যে রাস্তা পারাপারের সময় অবৈধ যান আলমসাধু ধাক্কা দেয় সাদিয়াকে। এসময় শিশু সাদিয়ার পেটের উপর দিয়ে আলমসাধুর চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।
সাথে সাথে স্থানীয়রা সাদিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষনা করেন। শিশু সাদিয়ার বাবা কৃষক সবুজ আলী বলেন, আমার দুই ছেলে-মেয়ের মধ্যে সাদিয়া আক্তার ছোট। নানীর সাথে সকালে দোকানে গিয়েছিল আমার মেয়ে। নানী আগে রাস্তা পার হয়ে যায়। পরে আমার মেয়ে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে মারা যায়। একমাত্র মেয়েকে হারিয়ে বাবা-মা যেন পাগল প্রায়। সাদিয়ার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর শিশুটিকে মৃত ঘোষনা করা হয়। তার মাথা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ খান বলেন, পীরপুরে আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি