December 22, 2024, 7:10 pm
জাহিদুজ্জামান//
ইটখোলার পাশে ইট সাজানো সহ অন্যান্য কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে ইটখোলার দেয়াল ধসে পড়ে তাদের ওপর। চাপা পড়েন ২ শ্রমিক। এদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়নের জোয়াদ্দারপাড়া গ্রামে।
সেখানকার শহিদুল ইসলাম অলি’র (জে,পি,বিক্রস) ইটভাটায়। ঘটে রোববার সকাল সাড়ে ১০টায়। নিহত নারী শ্রমিকের নাম মদিনা খাতুন (৫০)। তিনি জোয়াদ্দার পাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, ইটভাটার একাংশ ধ্বসে পড়লে মদিনা খাতুন ও মো: মিজু দেওয়ালের স্তুপে চাপা পড়ে। দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মদিনাকে মৃত ঘোষণা করে। অপর শ্রমিক মিজু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি নাসির উদ্দিন জানান, নিহতের স্বজনদের উপস্থিতিতে বিষয়টি মিমাংশার চেষ্টা চলছে। পরিবারের দাবী অনুসারে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।
Leave a Reply