December 22, 2024, 7:24 pm
জহির রায়হান সোহাগ/
চুয়াডাঙ্গার দর্শনায় মাদক কারবারীদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ কর্মকর্তা ও এক পুলিশ সদস্য। পুলিশ তিনি মাদক কারকবারীকে গ্রেফতার করেছে।
ঘটনা ঘটেছে শনিবার রাতে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান মাদক বিক্রির গোপন চক্রের সন্ধান পেয়ে দর্শনা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবরস্থন সংলগ্ন একটি মাঠে। সেখান থেকে ইয়াবা বিক্রেতা আব্দুল হাকিমমকে আটক করে পুলিশ। এ সময় আশেপাশে থাকা মাদককারবারীচক্রের সদস্যরা হামলা চালায় পুলিশের ওপর। এ সুযোগে হাতকড়াসহ পালিয়ে যায় হাকিম।
ঘটনায় আহত হন দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মোহাম্মদ শাহিন, মামুন আলী, ইদ্রিস আলী এবং পুলিশ সদস্য সোহেল রানা।
খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা পুনরায় অভিযান চালায়। অভিযানে ২৬ বোতল ফেনসিডিলসহ হাতকরাসহ পালিয়ে যাওয়া হাকিমসহ তিন মাদক চোরাকারবারীকে আটক করে পুলিশ।
আটকৃতরা হলো- দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আসকার আলীর ছেলে হাসেম আলী (৫২) ও তার ছেলে খায়রুল ইসলাম (৩২) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাকিম (২৮)।
আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
ওসি মাহাবুবুর রহমান জানান ঐ এলাকায় খাইরুলের নেতৃত্বে মাদকের কারবার চলে আসছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply