October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক :
ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুস্থদের মাঝে নিজ অর্থায়নে ঈদ বস্ত্র- শাড়ী কাপড়-লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করেন খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত । খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত বলেছেন, সারাবিশ্ব করোনায় বিপর্যস্ত, আমরাও তার বাইরে নই। জীবনের চেয়ে বড় মূল্যবান কিছু নেই, একই সঙ্গে জীবিকাও গুরুত্বপূর্ণ। যারা দিন আনে দিন খায় তাদের পাশে বর্তমান সরকার দাঁড়াচ্ছে। আওয়ামীলীগও দলীয়ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে।
শনিবার ( ৮ মে) সকালে আল মাছুম মোর্শেদ শান্ত নিজস্ব অর্থায়নে অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় কয়েক হাজার পরিবারকে করোনাকালীন ঈদ বস্ত্র বিতরণ করেন।
এছাড়াও শান্ত বলেন, আমি খেলে আপনারা ও খাবেন। আমার যতটুকু সাধ্য আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি কাজ করে যাবো। তাছাড়া রমজান মাসে এতিমখানাতে ও রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ।
Leave a Reply