দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পরিবহনের কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কুমারখালী উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রায় ১৭০ জন কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, আলু, পিয়াজ,সেমাই,চিনি,ইত্যাদি সামগ্রী।
Leave a Reply