December 22, 2024, 2:10 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল। বুধবার (৫ মে) রাতে তার মৃত্যু হয়।
চারদিন আগে তার করোনা পজিটিভ আসে। তিনি প্রথমে বাসাতেই চিকিৎসা অব্যাহত রেখেছিলেন। পরে শ^াসকষ্ট দেখা দিয়ে তিনি ভর্তি হন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তাপস কুমার সরকার জানান ফয়সালের অক্্িরজেন লেভেল বৃধবার বিকেল পর্যন্তও স্বাভাবিক ছিল। সন্ধ্যার পর থেকে অস্বাভাবিকতা ধরা পড়ে। দেহে অতিরিক্ত মেদের কারনে তিনি শ^াস যথাযথভাবে টেনে তুলতে পারছিলেন না।
ডাঃ তাপস জানান দ্রæত তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়।
সন্ধ্যায় তাকে কুষ্টিয়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাতে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গুরত্বপূর্ণ পদেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা এবং দাফন পারিবারিক সিদ্ধান্তের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যারা।
অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজের দ্বিতীয় ব্যাচের কৃতি ছাত্র ও বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। বিভাগের সাবেক চেয়ারম্যান, হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দল-মত নির্বিশেষে সকলের প্রিয় ছিলেন।
Leave a Reply