দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে বালু বাহী অবৈধ ট্রলির চাপায় মো. আবির (৮) নামে এক শিশু নিহত হয়েছে। ৩ মে দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার চাবনাই নারানপুর গাইনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের মিল্টনের ছেলে।
শিশু আবির নানা নকিম উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়দের বরাত দিয়ে, দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, উপজেলার চাবনাই নারানপুর গাইনপাড়ায় রাস্তার ওপর খেলা করছিল শিশুটি। ওই সময় স্যালো ইঞ্জিন চালিত অবৈধ স্ট্রিয়ারিং ট্রলি শিশু আবিরকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। তবে, ট্রলি ও ট্রলির চালককে আটক করতে পারেনি তারা।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি