December 22, 2024, 1:27 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় জেলা পরিষদ সদস্য মামুন আর রশিদের ওপর হামলা ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার ছোট ভাই মো. এনামুলও আহত হয়েছে। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রবিবার রাত ১১ টার সময় কুষ্টিয়া সদরের দরবেশ পুরে ২০-২৫জন সন্ত্রাসী এ হামলায় অংশ নেয়। জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মামুনের বাড়ি সদর উপজেলার ভাদালিয়ায়।
মামুনের ছোট ভাই আহত এনামুল জানান, রাতে বাড়ি ফেরার পথে দরবেশপুর কালভার্টের কাছে পৌঁছালে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় মামুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। সেসময় তারা গুলিও চালায়। এনামুল আরো জানান, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে এই সন্ত্রাসী হামলা চালায় তারা। পরবর্তীতে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
এনামুলের দাবি, একটি চরমপন্থী সংগঠনের সন্ত্রাসীরা এ হামলা চালায়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শওকত কবীর বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে, অভিযোগ আসলেই মামলা হবে।
Leave a Reply