January 16, 2025, 1:34 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙা/
দংশন করা সাপ ধরে পিটিয়ে মেরে নিজেই হাসপাতালে হাজির হন চুয়াডাঙার এক ব্যক্তি। বর্তমানে তিনি চুয়াডাঙা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামে সাপের কামড়ে বজলুল আহমেদ (৪০) নামের ঐ ব্যাক্তি হাসপাতালে আসেন শনিবার ভোরে। তিনি অতিদ্রত তার শরীরে সাপের বিষ বিধ্বংসী ইনজেকশন পুশ করতে বলেন। তিনি দাবি করেন তাকে বিষধর সাপ কেটেছে।
কি ধরনের সাপ তাকে কেটেছে, কখন কেটেছে এসব প্রশ্ন তুলতেই তিনি কালো রঙের একটি কাপড়ের ব্যাগ থেকে একটি মৃত সাপ বের করে মেলে ধরেন এবং জানান এই সাপ তাকে কেটেছে।
ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন উপস্থিত সবাই। তাকে দ্রæত হাসপাতালে ভর্তি করে নেয়া হয়।
চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান পুরো দিন তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়। ঘটনা জানতে পেরে শনিবার সন্ধ্যায় সাংবাদিকরা হাসপাতালে এলে তাকে সাংবাদিকদের মুখোমুখি করা হয়।
বজলুল আহমেদ সাংবাদিকদের জানান শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় তার পায়ে একপি সাপ ছোবল দেয়। পায়ের কয়েক জায়গায় সাপটি কামড় দেয়। জায়গাটি নির্জন ছিল ফলে কারো সহায়তার আশা না করে তিনি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে বাসায় গিয়ে পা ভাল করে বেঁধে প্রথমে যান আলমডাঙা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।
তিনি জানান সেখানে প্রথমে তাকে চিকিৎসার উদ্যোগ নেয়া হয়। পরে সাপটি দেখানো হলে সেখানকার চিকিৎসরা তাকে আরো উনতœ চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। কারন সাপটি বিষধর। পরে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন। তখন প্রায় সকাল হয়ে যায়।
বজলুল আহমেদ উপজেলার কামালপুর গ্রামের মক্তব পাড়ার আসাবুল হকের ছেলে।
চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, যে সাপটি বজলুলকে কামড় দেয় নাম গোখরা। তিনি জানান তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অব¯’া ভালো।
বজলুলের সাথে রয়েছেন তার স্ত্রী দোলন। তিনি জানান বজলুল একটু জেদি ও রসিক প্রকৃতির মানুষ। সাপটি তাকে কামড় দেয়ার পর তিনি জেদ ধরেই সাপটিকে পিটিয়ে মারেন। একটু রসিক হবার কারনে তিনি সাপ সাথে করেই হাসপাতালে যাবেন বলে জানান। তবে বজলুল বলেন চিকিৎসকরা যাতে জাত সাপ তাকে কেটেছে এটা বুঝতে পারেন সেজন্য সাপটি সাথে রাখ দরকার।
Leave a Reply