December 22, 2024, 8:15 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় অসচ্ছল লালন সঙ্গীত শিল্পীরা পেলেন প্রধানমন্ত্রীর করোনাকালীন ত্রাণ সহায়তা। ১ মে দুপুর সাড়ে ১২টায় ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শিল্পীদেরকে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
লালন একাডেমীর শিল্পীদের মধ্যে অস্বচ্ছল ৬৯ জনকে ত্রাণ সামগ্রী দেয়া হয়। এসব শিল্পীরা গান পরিবেশন করে পাওয়া অর্থে চলতেন। কিন্তু করোনাকালে তাদের সে উপার্জন একেবারে বন্ধ হয়ে গেছে বলেন- লালন একাডেমীর আহবায়ক কমিটির সদস্য তাইজাল আলী খান।
১ মে সকালে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে আরো ২৫ জন অসচ্ছল সঙ্গীত শিল্পীর মধ্যেও ত্রাণ বিতরণ করা হয়।
শিল্পীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়ার সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply