দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুষ্টিয়ার মেয়ে শারমিন আক্তার স্মৃতি (২৮)। ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৪ টার দিকে কলকাতার বর্ধমানে ফরটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শারমিন আক্তার স্মৃতি কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ার মঞ্জুর চিশতীর স্ত্রী। কিডনি সমস্যায় চিকিৎসা নিতে স্বামীর সঙ্গে গত ২০ মার্চ বেনাপোল হয়ে তারা ভারতে যান স্মৃতি।
স্মৃতি’র মামা নুরুন্নবী বাবু কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সময়ের কাগজের সম্পাদক। তিনি জানান, বর্ধমানে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ আগে স্মৃতির করোনা পজিটিভ আসে। পরিস্থিতির অবনতি হলে ৪দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ এপ্রিল নেয়া হয় আইসিইউতে। আর বিকাল সাড়ে ৪টায় তার মৃত্যুর খবর আসে। নুরুন্নবী বাবু বলেন, মরদেহ দেশে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বেনাপোল বন্দরে অপেক্ষা করছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি