December 23, 2024, 2:10 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ১ বছর ১ মাস ১২ দিনে খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৭২ জনের।একই সময়ে সনাক্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ১৫৭ জন।
১০ জেলার মধ্যে সবচে’ বেশী আক্রান্ত ও বেশী মৃত্যুর ঘটনা ঘটেছে খুলনা জেলাতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুষ্টিয়া। আর সবেথেকে কম মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে মেহেরপুরে।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় শনাক্ত হয়েছেন ৭১ জন।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে খুলনায় একজন, যশোরের একজন, চুয়াডাঙ্গার একজন ও মেহেরপুরে একজন রয়েছেন। নতুন চার জনসহ বিভাগে মোট করোনায় মৃত্যু হয়েছে ৫৭২ জনের।
এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় ১০৭ জন, যশোরে ৭৩ জন, ঝিনাইদহে ৫১ জন, চুয়াডাঙ্গায় ৫১ জন, সাতক্ষীরায় ৪৪ জন, বাগেরহাটে ৩৩ জন, নড়াইলে ২৪ জন, মাগুরায় ২৩ জন ও মেহেরপুরে ১৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে নতুন ৭১ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে খুলনায় ৪৪ জন। এই জেলায় মোট শনাক্ত হয়েছে নয় হাজার ৭৭ জন। এছাড়া যশোরে নতুন করে দুই জন শনাক্ত হয়ে মোট সংখ্যা ছয় হাজার ২৯৩ জন। কুষ্টিয়ায় আট জন শনাক্ত হয়ে মোট সংখ্যা চার হাজার ৬০৮ জন, ঝিনাইদহে সাত জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দুই হাজার ৭৬০, নড়াইলে এক জন শনাক্ত হয়ে মোট সংখ্যা এক হাজার ৮০৭ জন।
চুয়াডাঙ্গায় দুই জন শনাক্ত হয়ে মোট সংখ্যা এক হাজার ৮৬৩ জন, বাগেরহাটে ছয় জন শনাক্ত হয়ে মোট সংখ্যা এক হাজার ৩৬২, সাতক্ষীরায় এক জন শনাক্ত হয়ে মোট সংখ্যা এক হাজার ২৭৪, মাগুরায় এদিন শনাক্ত হয়নি। তবে এখানে মোট শনাক্তের সংখ্যা এক হাজার ২১২ এবং মেহেরপুরে মোট শনাক্ত সংখ্যা ৯০০ জন।
এ অবস্থায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার ওপর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও সচেতন মহল।
Leave a Reply