দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে ক্যামেরাসাংবাদিককে পুলিশী নির্যাতনের প্রতিবোদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুর ১২ টায় কুমারখালী বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হয়। সেখানে নির্যাতনকারী পুলিশ অফিসার ওসি তদন্ত রাকিব হাসান, এসআই হাসান ও এসআই বিলকিসকে প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা।
গত বুধবার বাগুলাট ইউনিয়নের শালঘরমধুয়ায় দুই পক্ষে সংঘর্ষের সময় এটিএন বাংলার ক্যামেরাপার্সন নাজমুস হাসিবকে আটক করে পুলিশ। এটিএন বাংলার জেলা প্রতিনিধি কেএইচ তুহিন আহমেদ বলেন, গাড়িতে তুলেই পুলিশ হাসিবকে নির্যাতন শুরু করে। পরে কুমারখালী থানায় এনে চোখ বেঁধে হকিস্টিক ও হাতুরী দিয়ে পিটিয়ে আহত করে। ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা থানায় রাতভর অবস্থান কর্মসূচি পালন করে।
পরে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এতে এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি কেএইচ তুহিন আহমেদ, যমুনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন ও স্থানীয় দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস বক্তব্য দেন।
এদিকে দুপুর ২টায় ক্যামেরা সাংবাদিক নাজমুস হাসিবকে কুমারখালী আমলী আদালতে উপস্থাপন করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। পরে অসুস্থ হাসিবকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি