December 22, 2024, 4:15 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া-পাবনা সড়কের তালবাড়িয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মোস্তাফিজুর রহমান সর্দার (মোলায়েম)।
তালবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, মোলায়েম সর্দার (৫০) তালবাড়িয়া ঘাটে বালু ব্যবসা করতেন। তার বাড়িও এই এলাকায়। আজ বৃহস্পতিবার ভোররাতে সেহরি খাওয়ার পর সে মোটর সা্ইকেলে করে ঘাটে গিয়েছিলেন। দুটি ঘাটে কাজকর্ম দেখে মোটর সাইকেলে বাড়িতে ফিরছিলেন। সকাল ৭টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়ীয়া রানাখড়িয়া জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনায় পড়েন। হান্নান চেয়ারম্যান বলেন, দ্রুতগামী ট্রাক পিছন দিক থেকে মোটর সাইকেলে ধাক্কা দেয়। মোলায়েম ডানপাশে পড়ে গেলে তার মাথা ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, জ্যোতি ফিলিং স্টেশনের সামনের বাঁকে দুর্ঘটনাটি ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি জুলহাস কবীর বলেন, পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা মরদেহ এবং মোটর সাইকেল নিহতের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Leave a Reply