প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২১, ৭:২৫ পি.এম
খোকসায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে জরিমানা
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসায় ভ্রাম্যমান আদালতে ৬ টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার পৌর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় তিনটি মামলায় তিন জনকে ১৪ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় দদণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৫ ধারায় একজনকে একটি মামলায় ৫ শত টাকা এবং মাস্ক পরিধান না করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ২ টি মামলায় ২ জনকে ৫ শত টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী এর যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় থানা পুলিশের একটি টহল দল ভ্রাম্যমাণ আদালতের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের হুঁশিয়ারি উচ্চারণে এঅভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি