December 23, 2024, 2:49 am
জাহিদুজ্জামান/
করোনা মহামারিতে কুষ্টিয়া শহরে প্রতিদিন জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছে পৌরসভা।
পৌর কর্তৃপক্ষ মনে করছে, এতে একদিকে যেমন রাস্তায় পড়া ভাইরাস মারা যাবে, তেমনি মশা-মাছি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণেও কাজ করবে।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই শহরে পৌরসভার বিশুদ্ধ পানির গাড়িতে করে প্রতিদিন পানি ছিটাতে দেখা যাচ্ছে।
পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘পানিতে ক্লোটেক মিশিয়ে জীবাণুনাশক তৈরি করে তা গাড়িতে করে ছিটানো হচ্ছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলে মেয়র মহোদয় এ উদ্যোগ নিতে বলেন।’
প্রতিদিন এই জীবাণুনাশক ছিটানো হচ্ছে জানিয়ে প্রকৌশলী রবিউল বলেন, ‘শহরের প্রধান সড়ক এনএস রোডে সকাল ও বিকাল প্রতিদিন জীবাণুনাশক ছিটানো হচ্ছে। অন্য সড়কগুলোতে পর্যায়ক্রমে ১/২ দিন পরপর ছিটানো হয়।’
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী জানান, গত বছর করোনাভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়লে প্রথম এই উদ্যোগ নেয়া হয়। এখন দ্বিতীয় ঢেউ আসায় আবার জীবাণুনাশক ছিটানো শুরু করা হয়েছে।
তিনি বলেন, ‘এতে মশা-মাছিও নিয়ন্ত্রণ হচ্ছে। একই সঙ্গে শুষ্ক মৌসুমে ধুলা-বালির হাত থেকে রক্ষা পাচ্ছেন নাগরিকরা।’
Leave a Reply