December 23, 2024, 1:15 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে মো. জহির (২৬) নামে এক বাংলাদেশি আহত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহত জহির জামালপুর গ্রামের জব্বারের ছেলে।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশাফুজ্জামান বলেন, জহির শর্টগানে ব্যবহৃত বল এর মতো গুলিতে আহত হয়েছে। সে গোপনে কোথাও চিকিৎসা নিচ্ছেন বলেছেন চেয়ারম্যান। তিনি বলেন, কোথায় চিকিৎসা নিচ্ছেন এটা নিশ্চিত হতে পারেনি। তবে শুনেছি রাজশাহীতে কোন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৫২/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় ভারত থেকে মাদক পাচার করে আনার সময় এ ঘটনা ঘটে। ওপারে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবেড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্প। তাদের গুলি জহিরের ডান পায়ে বিদ্ধ হয়।
এদিকে ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামালপুরের মেম্বর মোঃ আসলাম উদ্দিন এ সম্পর্কে কিছুই জানেন না। তিনি বলেন, চুরি চামারি করতে যারা সীমান্তে যান তাদের খবর তিনি খুব একটা রাখেন না। আসলাম বলেন, রোজার মাসে তিনি খুব একটা বাইরে বেরও হচ্ছেন না। সেজন্য হয়তো খবর পাননি তিনি।
বুধবার সকাল ১০টায় ১৫২/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন বলেন, পতাকা বৈঠক দুই বাহিনীর রুটিন ওয়ার্ক। একজনের গুলিবিদ্ধের ঘটনা জানতে চাইলে তিনি বলেন সীামন্তে গুলিতে আহত হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি।
Leave a Reply