দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ছাত্রলীগের ৫০ নেতাকর্মী কৃষকের ক্ষেতের ধান কেটে মাড়াই করে দিয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া শহরতলীর ডাঙ্গাপাড়া গ্রামে ধানকাটা কার্যক্রমে অংশ নেন তাঁরা ।
ধানকাটা দলে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক। তিনি বলেন, করোনাকালে দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে কুষ্টিয়া জেলায় দল বেঁধে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা এ ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অনিক বলেন কৃষকের এক বিঘা জমির ধান কেটে দেন তারা।
Leave a Reply