December 23, 2024, 1:55 am
জাহিদুজ্জামান/
কুষ্টিয়ায় অক্সিজেন সিলিন্ডারের মজুত পর্যাপ্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত জেলায় অক্সিজেন সিলিন্ডার মজুত আছে ৬০৩টি। দুই একদিনের মধ্যে যুক্ত হচ্ছে আরও ১০০টি সিলিন্ডার, যা জেলার জন্য পর্যাপ্ত।
মঙ্গলবার তিনি জানান, এখন পর্যন্ত জেলায় অক্সিজেন সিলিন্ডার মজুদ আছে ৬০৩টি। দুই একদিনের মধ্যে যুক্ত হচ্ছে আরও ১০০টি সিলিন্ডার, যা জেলার জন্য পর্যাপ্ত।
ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম আরও জানান, এসব সিলিন্ডারের মধ্যে জেলা পর্যায়ে রয়েছে ৩৪৭টি। ২৫৬টি রয়েছে বিভিন্ন উপজেলায়। এ ছাড়া অক্সিজেন তৈরির ৪২টি কনসেনট্রেটর রয়েছে।
ব্যবহার শেষে এসব সিলিন্ডারে যশোর থেকে অক্সিজেন ভরে আনা হয় জানিয়ে সিভিল সার্জন সাংবাদিক জাহিদুজ্জামানকে বলেন, ‘কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ১০ বেডের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে। এখানেই মূলত সংকটাপন্ন রোগীদের রাখা হয়।
‘সেন্ট্রাল এই অক্সিজেন সরবরাহের জন্য বড় সিলিন্ডার রয়েছে। যশোর থেকে লিকুইড অক্সিজেন এনে এতে ভরা হয়।’
নতুন ১০০টি অক্সিজেন সিলিন্ডার কুষ্টিয়া নাগরিক কমিটি জেলা স্বাস্থ্য বিভাগকে উপহার দিচ্ছে বলে মঙ্গলবার জানান ডা. আনোয়ারুল। বলেন, এই চালান আজ-কালের মধ্যে চলে আসবে।
Leave a Reply