November 2, 2024, 12:22 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় করোনাভাইরাসের টিকার মজুদ শেষের দিকে। আর আছে ৭ হাজারের মতো। ইতোমধ্যে প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় ডোজের টিকাও চলবে এ সপ্তাহ। নতুন ডোজ না আসলে তারপরই বন্ধ হয়ে যাবে কার্যক্রম- জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন।
কুষ্টিয়া জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজের তথ্যমতে, ২৫ এপ্রিল পর্যন্ত জেলায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ৬৭ হাজার ৪শ ৮৬ জন। এরপর প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত ২৬ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩২ হাজার ৯শ ৩৭ জন। এরমধ্যে ২৬ তারিখে নিয়েছেন ১ হাজার ৯শ ৪৩ জন।
কুষ্টিয়া জেলার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় গড়ে প্রতিদিন টিকা নিচ্ছেন ২ থেকে ৩ হাজার মানুষ। তিনি বলেন, টিকার মজুদ শেষ হয়ে এসেছে। এখন আর ৭ হাজারের মতো আছে। আজ ২৭ এপ্রিল ও ২৮, ২৯ টিকা দিলেই এগুলো শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহ থেকে কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ডা. আনোয়ারুল জানান, দেশে করোনার টিকা আসলেই আবার তারা পাবেন। এরজন্য আলাদা করে চাহিদাপত্র পাঠাতে হবে না। জনসংখ্যা, অনলাইনে রেজিষ্ট্রেশন ও অন্যান্য তথ্য যাচাই করে অটোমেটিক টিকার প্রাপ্যতা নির্ধারণ হয়ে তাকে। সিভিল সার্জন আশা প্রকাশ করেন, পরবর্তী ১ সপ্তাহের মধ্যেই দেশে টিকা চলে আসবে। এই সময়টুকু বন্ধ থাকতে পারে কার্যক্রম।
Leave a Reply