দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কঠোর লকডাউন তুলে নিয়ে দোকান খোলার প্রথম দিনে কুষ্টিয়া শহরে জনসমাগম বেড়েছে। বেড়েছে রিক্সা ও অটোরিক্সার পরিমাণ। তবে, মহাসড়কে যানবাহনের সংখ্যা তেমন একটা বাড়েনি।
২৫ এপ্রিল সকাল ৯টার পর থেকে দোকান খুলতে শুরু করে। বেলা ১১টার দিকে দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে। মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব মেনে চলাসহ স্বাস্থ্যবিধি তেমন একটা মানতে দেয়া যায়নি।
আগের কয়দিনের তুলনায় শহরে রিক্সা ও অটোরিক্সার চলাচল অনেক বেড়েছে। শহরের প্রবেশ মুখে মজমপুরে অর্ধেক রাস্তা আটকে রেখে পুলিশকে চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। তবে, মুভমেন্ট পাশের ব্যাপারে অনেকটাই শিথিলতা দেখা গেছে। সহজেই মানুষ শহরে প্রবেশ করতে পারছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি