দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক /
পিকআপএ করে নিয়ে যাওয়ার সময় কুষ্টিয়ার মিরপুর থেকে ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। ২৪ এপ্রিল রাত সাড়ে ১২টার সময় কুষ্টিয়া-মিরপুর সড়কের নওপাড়া বাজারে র্যাব তাদের গ্রেফতার করে।
র্যাব কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান বলেন, অভিযানে ফেন্সিডিল উদ্ধার হয় ১৪০ বোতল। ড্রাইভার মোঃ ফয়সাল ইসলাম (২০) ও হেলপার মোঃ বাঁধন (২০) মাদক সরবরাহ করতে মিনি পিকআপ-এ করে নিয়ে যাচ্ছিল। মেজর মাহফুজুর বলেন, চালকের পাশের সিটে পায়ের কাছে বস্তায় ভরা ছিলো ফেন্সিডিল। গোপন সংবাদে তাদের ধরা সম্ভব হয়। গ্রেফতার চালক ও হেলপারের বাড়ি দৌলতপুর উপজেলায়। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেছে র্যাব।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি