December 22, 2024, 3:17 pm
‘তুই ভারত চলে যাবি’
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে এক মিষ্টি ব্যবসায়ীকে হুমকি দিয়ে তাকে ভারতে চলে যেতে বলা হয়েছে। ঐ ব্যবসায়ীর নাম বাবলু ঘোষ। তিনি জেলার বিখ্যাত মিষ্টান্ন প্র¯‘তকারী দয়রামপুর দধি ভান্ডারের মালিক ও একই সাথে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি।
গত সোমবার সংঘটিত আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করেছে।
বাবলু ঘোষ এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন।
বাবলু ঘোষের স্বাক্ষরিত লিখিত অভিযোগ থেকে জানা যায় বৃহস্পতিবার সাড়ে ৭ টার দিকে তিনি কুমারখালীর হাসপাতাল মোড়ে বসেছিলেন। এমন সময় সেখানে হাজির হন সাইদুল শেখ ও মেহেদী নামের দু ব্যক্তি। তারা বাবলুকে অকথ্য ভাষায় গালাগালি করার এক পর্যায়ে তাকে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলে বলে বাবলু তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।
বিষয়টি নিয়ে শুক্রবার সকালে বাবলু কুমারখালী থানায় সাধারণ ডায়েরী করতে গেলে উিউটি অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেই বলে তাকে ফিরিয়ে দেন।
পরে এ বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বলেন কুমারখালী উপজেলা হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নব কুমার দত্ত। নব কুমার দ্য ডেইলী স্টারকে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে সন্ধ্যার পরে ভুক্তভোগী বাবলু ঘোষকে নিয়ে থানায় যেতে বলেছেন।
যোগাযোগ করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমানের সাথে তিনি জানান সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে।
বাবলু ঘোষ জানান তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
Leave a Reply