December 21, 2024, 6:51 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনা আক্রান্তে খুলনা বিভাগের ১০ জেলা বেশ এগিয়ে আছে শুরু থেকেই। এই ১০ জেলার মধ্যে আক্রান্ত ও মৃত্যু হারে সবচে’ বেশী এগিয়ে রয়েছে খুলনা জেলা। কুষ্টিয়া জেলা রয়েছে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে সবচে’ কম মেহেরপুর জেলায়।
খুলনা বিভাগে গত তিনদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এনিয়ে এ পর্যন্ত বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা জেলায়, আর সবচেয়ে কম মেহেরপুরে।
২০২০ সালের ১০ মার্চ থেকে খুলনায় করোনা পরীক্ষার হিসাব রাখা শুরু হয়। এখন পর্যন্ত সরকারি হিসেবে ৫২২ জনের মৃত্যু হয়েছে করোনায়। যারমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু খুলনায়। খুলনায় এ পর্যন্ত মারা গেছেন ১৩৩ জন। আর সবচেয়ে কম মৃত্যু হয়েছে মেহেরপুরে, এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কুষ্টিয়া, ১০০ জন। পর্যায়ক্রমে যশোর ৬৮, ঝিনাইদহে ৪৯, চুয়াডাঙ্গা ৪৮, সাতক্ষীরা ৩৭, বাগেরহাট ৩০, মাগুরা ২২ ও নড়াইলে ২১ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা এতথ্য নিশ্চিত করে জানান, এ পর্যন্ত খুলনা বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯৯০ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন ২৬ হাজার ২৮১ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৫৭২ জন।
Leave a Reply