দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে শিশু সাব্বির হোসেন (১০) মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে মারা গেছে। সোমবার দুপুর ২ টার সময় গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ছমিল পাড়া এলাকার হাসান আলীর ছেলে।
নিহত সাব্বিরের দাদা ফুয়াজ হোসেন জানান, দাদীর সাথে সকালে সাব্বির তার ফুপার বাড়িতে বেড়াতে যায়। ফুপার বাড়ি গাংনী উপজেলার করমদী গ্রামে।
দুপুর দুইটার দিকে ফুপার বাড়ির পার্শে একটি পুকুরে কয়েকজন সমবয়সীদের সাথে গোসল করতে নামে। সাব্বিরকে পুকুরে দেখতে না পেয়ে তারা তার ফুপার বাড়িতে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে করমদী গ্রামের সন্ধানী হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সন্ধানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবেল হোসেন জানান,সাব্বির হোসেনকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইছাহাক আলী জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুর ইসলাম।
এদিকে সোমবার বিকেল ৫ টার সময় সাব্বিরের মরদেহ দাফনের জন্য তার নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ে আসা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি