দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ ও জাসদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে, ভাঙচুর হয়েছে দুটি মোটরসাইকেল।
স্থানীয়দের বরাতে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মশান বাজারে সাইফুন ব্রিজের কাছে সকালের দিকে একটি অটো রিক্সারকে ধাক্বা দেয় কাভার্ড ভ্যান। এতে দুইজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। সেখানে আহত দুইজন স্থানীয় বাসিন্দা হওয়ায় সেখানকার লোকজন কাভার্ড ভ্যানটি আটক করে।
স্থানীয় বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানের ছেলে সুমন রহমান কাভার্ড ভ্যানের লোকজনের পক্ষ নিলে সকাল ১০ টায় প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। দুই পক্ষে ইট-পাটখেল নিক্ষেপ করে। এতে দুই জন আহত হয়।
ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
বারুইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হক বলেন, জাসদ সমর্থিতরা স্থানীয়দের মারধর করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় দুই জন সামান্য আহত হয়েছে।
বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, স্থানীয়রা তার ছেলেকে ঢিল মারেন এবং হামলা করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি