December 22, 2024, 6:51 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করায় এক যুবক গ্রেফতার করেছে পুলিশ।
কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ওই যুবক রফিকুল ইসলাম (৩০) এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে ১৮ এপ্রিল দুপুর ১টার দিকে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের মধ্যপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা, পেশায় সিএনজি চালক।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম আলতাফ জর্জ। তাকে নিয়ে ” বাঁশেরকেল্লা ” নামক আইডিতে আপত্তিকর পোষ্ট Md. Rafiqul Islam নামক আইডিতে ১৭ এপ্রিল রাত ৮ ঘটিকা ৫ মিনিটে শেয়ার দেওয়া হয়। বিষয়টি ফেসবুকে দেখতে পেয়ে সাংসদের চাচাতো ভাই আবু সাইদ জনি ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১)/৩১(২) ধারায় ১৮ এপ্রিল সকালে মামলা করেন। মামলা নম্বর ২৬। এরপর অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply