November 1, 2024, 10:28 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ২৬, ২৭ এবং ২৮ মার্চ হেফাজতের তান্ডবে সরাসরি বিএনপি-জামায়াতের মদদ ছিলো। হেফাজত সংস্লিষ্ট মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম দিয়ে তাদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি একথা বলেন।
১৭ এপ্রিল সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি মুজিবনগর দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মেহেরপুরের দিকে রওয়ানা হন।
মাহবুবউল আলম হানিফ বলেন, তারা (হেফাজত) কর্মসুচির নামের কয়েকদিন ধরে যে উস্কানি মুলক কর্মকান্ড করছিলো, সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাদের কর্মসুচিকে সমর্থন জানিয়ে একাধিকবার উস্কানিমুলক বক্তব্য দিয়েছেন।
হানিফ বলেন, এই তান্ডবের পরে যে মামলা হয়েছে, সেই মামলায় ভিডিও ফুটেজ দেখে যারা এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এর বাইরে কাউকে হয়রানি করা হচ্ছে না। এখন বিএনপি যদি এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকে, সেটা হেফাজত বা জামায়াত ইসলামের নামেই হোক তাহলে তো তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা হবেই। ওই সময় বিএনপি’র অনেক পদধারী নেতাকর্মীদের ও ওই হামলায় অংশ নিতে দেখা গেছে।
হানিফ আরো বলেন, ২৬ তারিখে বায়তুল মোকারমের ছোট বিষয়কে ইস্যু করে বাংলাদেশকে একটি অস্থিশীল রাষ্ট্র হিসেবে বহিঃবিশে^র কাছে প্রচার করার জন্য পরিকল্পিত ভাবে তারা রাষ্ট্রিয় সম্পত্তি ধ্বংশ করেছে। যারা রাষ্ট্রকে নিজের বলে মনে করতে পারে না তারাই এই ভাবে রাষ্ট্রের সম্পত্তি ধ্বংশ করতে পারে। এ ইস্যুতে হেফাজত-বিএনপি একাকার হয়ে গেছে।
Leave a Reply